Advertisements
কোনাে তরল পূর্ণ পাত্রে হঠাৎ উত্তপ্ত করলে তরলতল প্রথমে কিছুটা নেমে যায়, কিন্তু পরে আবার আগের থেকে বেশি দূর উঠে যায় - ব্যাখ্যা করাে।
উত্তর তরল পূর্ণ পাত্রকে হঠাৎ উত্তপ্ত করলে প্রথমে তাপ পেয়ে পাত্রটি আয়তনে প্রসারিত হয়। পাত্রটি কাচের হলে যেহেতু কাচ তাপের কুপরিবাহী। তাই তাপ দ্রুত কাচ ভেদ করে তরলে প্রবেশ করতে পারে না। সুতরাং তরলের উয়তার পরিবর্তন হয় না এবং তরল প্রসারিত হতে পারে না । সেজন্য তরলের তল কিছুটা নেমে যায়। কিন্তু ক্রমাগত তাপ দিতে থাকলে এই তাপ পাত্রের তরলে প্রযুক্ত হয় এবং পাত্রের তরল ধীরে ধীরে উত্তপ্ত হয় ও আয়তনে বাড়ে যেহেতু পাত্রের তুলনায় তরলের আয়তন প্রসারণ বেশি, তাই । কিছুক্ষণ পর তরল তল প্রাথমিক অবস্থায় যেখানে ছিল তার থেকে ওপরে উঠে যায়।
0 Comments