Advertisements
ওরস্টেডের পরীক্ষায় একটি চুম্বকশলাকার ওপর বা নীচে একটি পরিবাহী তার রাখা হয়। পরীক্ষায় দেখা যায় প্রবাহমাত্রা চললে বা প্রবাহমাত্রার পরিবর্তন হলে চুম্বকশলাকার বিক্ষেপ হয়। এই ঘটনা থেকে বােঝা যায় তড়িৎ পরিবাহী তারের চারদিকে একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফল বলে।

0 Comments