Advertisements
জওহরলাল নেহরু লক্ষ্মে অধিবেশনের (১৯৩৬ খ্রিঃ) সভাপতি ছিলেন। ইতিপূর্বে তিনি সমাজতান্ত্রিক ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং লাহাের অধিবেশনে (১৯২৯ খ্রিঃ) পূর্ণ স্বরাজের দাবী জানিয়ে ছিলেন। সােভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক, কারিগরি ও সামাজিক উন্নতি লক্ষ্য করে তিনি ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা ভেবে ছিলেন। এইসব চিন্তা ভাবনার প্রকাশ ঘটেছিল এই অধিবেশনে (১৯৩৬ খ্রিঃ) তার সভাপতির ভাষনে। তিনি বলেছিলেন, সমাজতন্ত্র কেবলমাত্র অর্থনৈতিক মতবাদ নয়, তার হৃদয়ের আবেগ এবং মস্তিষ্কের বৃদ্ধি। জাতিয়তাবাদী হিসাবে মাতৃভূমি থেকে বিদেশী শাসনের বিলােপ করা হচ্ছে তাঁর প্রথম কর্তব্য এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক চিত্র পরিবর্তনের জন্য সমাজতন্ত্রের প্রয়ােগ হচ্ছে দ্বিতীয় কর্তব্য।
0 Comments