Advertisements
সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনবরত আবর্তিত হচ্ছে এবং একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘণ্টা বা ১ দিন। কিন্তু সূর্যের পরিবর্তে দূরের কোন নক্ষত্রকে স্থির বিন্দু হিসাবে ধরে পৃথিবীর আবর্তনের সময় গণনা করলে দেখা যায়, একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার ঠিক মাথার ওপর সেই নক্ষত্রটির পরপর দুবার আসার সময়ের ব্যবধান হয় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড। এইভাবে কোন নক্ষত্রকে স্থির বিন্দু হিসাবে ধরে ২৪ ঘণ্টার চেয়ে ৩ মিনিট ৩৬ সেকেন্ড কম সময়ে পৃথিবীর একটি পূর্ণ আবর্তন অনুসারে যে সময় বা দিন গণনা করা হয়, তাকেই বলে নাক্ষত্রদিন।

0 Comments