Advertisements
পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ মেরু বা কুমেরু যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়, তাকে পৃথিবীর অক্ষ (axis) বলে। পৃথিবী আবর্তন করে বলেই এই অঞ্চ বা মেরুদণ্ডটি সৃষ্টি হয়েছে। যদি পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যায়, তবে এই অক্ষটিও আর থাকবে না। আবর্তন ও পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে ৬৬১/২° কোণে হেলে থাকে এবং অক্ষের উত্তর প্রান্ত সর্বদাই প্রবতারামুখী হয়ে আছে।

0 Comments