Advertisements
প্রতিটি ধাতুর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে এবং সাধারণ তাপমাত্রায় তারা এলােমেলােভাবে ঘুরে বেড়ায় তাপ পরিবহণের সময় এই মুক্ত ইলেকট্রনগুলি অণুগুলির সঙ্গে অংশগ্রহণ করে। এই কারণে ধাতুগুলি তাপের সুপরিবাহী হয়। কিন্তু অন্তরক পদার্থে মুক্ত ইলেকট্রন না থাকায় তারা তাপের কুপরিবাহী।

0 Comments