Advertisements
ভারতীয় রাজনীতিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর (১৩৩ টি) ব্রিটিশ ভারতের শেষ বড়লাট লর্ড মাউন্ট ব্যাটেন ঘােষণা করেন, (৩রা জুন) ভারত ও পাকিস্তান দুটি ডােমিনিয়ন হবে। মুসলিম প্রধান রাজ্যের আইনসভা পাকিস্তানে যােগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাংলা, পাঞ্জাবের আইনসভার সদস্যরা প্রদেশগুলি ব্যবচ্ছেদের সিদ্ধান্ত নেবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, শ্রীহট্টে গণভােট হবে। দেশভাগের জন্য একটি সীমানা কমিশন নিযুক্ত হবে। একে ৩রা জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলে।

0 Comments