তাপ পরিবহনের ক্ষেত্রে স্থিতাবস্থা বলতে কী বােঝাে ?
Advertisements
কোনাে ধাতব দণ্ডের মধ্য দিয়ে তাপ পরিবহণের ক্ষেত্রে দেখা যায় যে, দণ্ডটির প্রতিটি স্তরের উয়নতা স্থির থেকে কেবল তাপের পরিবহণ হচ্ছে। অর্থাৎ কোনাে স্তরে আর তাপ শােষিত হচ্ছে না। দণ্ডটির এই তাপীয় অবস্থানে। স্থিতাবস্থা বলে।
0 Comments