Ad Code

মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন - জীব বিজ্ঞান সিউর সাকসেস সাজেশন - Life Science Suggestion




Advertisements

মাধ্যমিক জীব বিজ্ঞান সাজেশন, জীব বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন অধ্যায় ভিত্তিক সাজেশন , মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন - লাস্ট মিনিট জীব বিজ্ঞান সাজেশন - Life Science Suggestion

বংশগতি ও কয়েকটি সাধারণ রোগ
1. মেন্ডেলের সংকরায়ন পরীক্ষায় সাফল্যলাভের কারন গুলি কী কী? মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো।
2. জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। দ্বিনিষেক কাকে বলে? অ্যালিল কাকে বলে? বংশগতি কাকে বলে?
3. মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। নিম্নলিখিত জনিতৃ গুলি থেকে কতরকম গ্যামেট হবে – RrRr, BBww, BwRr.
4. হিমোফিলিয়া কাকে বলে? এর কারণ ও লক্ষন উল্লেখ করো। মেন্ডেলের স্বাধীন সঞ্চারন সূত্রটি লেখো।
5. দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী লোকের সাথে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রকন্যাদের হিমোফিলিয়ার সম্ভবনা কতখানি, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
6. সেক্স ক্রোমোজোম কী কী? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
7. হিমোফিলিয়া ও বর্ণান্ধতার ক্ষেত্রে মহিলারাই কেনো অধিকাংশ ক্ষেত্রেই বাহক হন? জেনেটিক কাউন্সেলিং কি?
অভিব্যক্তি ও অভিযোজন
1. ডারউইনের মতবাদ অনুসারে কীভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা উদাহরণসহ লেখো।
2. ‘হট ডাইলিউট সুপ’ ও ‘কোয়াসারভেট’ কী? নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝায়? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের দুটি আচরনগত অভিযোজন উল্লেখ করো।
3. বিবর্তগত অধ্যয়নে জীবাশ্মের তাৎপর্য বিচার করো। ল্যামার্কের প্রধান দুটি ধারণা ব্যখ্যা করো।
4. জিরাফের লম্বা গলা সম্পর্কিত ডারউইনের মতবাদটি লেখো। যোগ্যতমের উদ্বর্তন কী ?
5. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদটি আলোচনা করো। ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো।
6. সমস্থানিক ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও।
7. প্রাণীর দুটি আচরণগত অভিযোজন সম্পর্কে আলোচনা করো। ক্যাকটাসের অভিযোজন বৈশিষ্ট্য লেখো।
8. প্রকরন বলতে কি বোঝো? মাছের পটকা ও পায়রার বায়ুথলি কিভাবে অভিযোজনে সাহায্য করে।
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
1. বায়ু দূষক রূপে গ্রিনহাউস গ্যাস সমূহ ও SPM এর একটি করে উৎসের নাম লেখো। পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীববৈচিত্রের উদাহরণ দাও।
2. নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা করো। শব্দ দূষণের উৎস ও প্রতিকার উল্লেখ করো।
3. ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের মূল ভাবনা ব্যখ্যা করো। জীববৈচিত্রের সংরক্ষণে JFM ও PBR এর ভূমিকা লেখো।
4. সুন্দরবনের পরিবেশগত সমস্যা গুলি নিয়ে আলোচনা করো। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে?
5. ইউট্রিফিকেশন কাকে বলে? দুটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। হাঁপানির কারন উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কুফল আলোচনা করো।
6. গন্ডার, রেড পান্ডা, কুমির সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
7. জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্রের গুরুত্ব কী?

এগুলিও পড়ুন - 
Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments