Ad Code

মাধ্যমিক ২০১৮ ভূগোল সাজেশন




Advertisements

মাধ্যমিক ২০১৮ ভূগোল সাজেশন
প্রাকৃতিক ভূগোল
1. হিমবাহের / নদীর / বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে-কোনো দুটি ভূমিরূপের চিত্রসহ বর্ননা দাও।
2. হিমবাহের / নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট যে-কোনো দুটি ভূমিরূপের চিত্রসহ বর্ননা দাও।
3. চিত্রসহ দুটি চাপ বলয় উৎপত্তির কারন ব্যখ্যা করো।
4. জোয়ার ভাঁটা সৃষ্টির কারন গুলি আলোচনা করো। মূখ্য জোয়ার ও গৌন জোয়ার উৎপত্তির কারন আলোচনা করো।
5. বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগলিক পরিবেশ আলোচনা করো। সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেনো?
6. ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য গুলি লেখো।
7. যে-কোনো দুই প্রকার বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো।
8. এল নিনোর প্রভাব আলোচনা করো। মেঘ মুক্ত রাত্রি অপেক্ষাকৃত বেশি শীতল হয় কোনো।
9. রসে মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। ইয়ার্দাং ও জুইগ্যানের মধ্যে পার্থক্য লেখো।
10. নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি হয়েছে কেনো? ওজনস্তরের কাজ কি?
11. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো।
12. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেনো? ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো।
13. ‘আগুলহাস’ স্রোত কি? ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো।
14. অ্যালবেডো কি? সিজিগি কী? ড্রামলিন, হিমরেখা, কোম কী?
15. ‘বৈপরিত্য উত্তাপ কাকে বলে? হিমপ্রাচীর কী? অ্যাপোজি ও পেরিজি কী? শৈবাল সাগর, মরাকোটাল ও প্রতিযোগ কাকে বলে?
আঞ্চলিক ভূগোল
1. ভারতের স্বাভাবিক উদ্ভিদের / মৃত্তিকার শ্রেনীবিভাগ ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো।
2. ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো এবং এর নিয়ন্ত্রক গুলি লেখো।
3. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার প্রধান কারন কী কী? ভারতে চা/গম/ধান চাষের অনুকূল পরিবেশের বর্ননা দাও।
4. পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীযভবনের কারন গুলি লেখো। জামশেদ পুরে TISCO গড়ে ওঠার কারন লেখো।
5. ভারতীয় কৃষির সমস্যা গুলি কী কী? ভারতে জলসেচের পদ্ধতি আলোচনা করো।
6. উত্তর ও দক্ষিণ ভারতের নদী গুলির তুলনা করো। ভারতের পশ্চমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেনি কেনো?
7. ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারন আলোচনা করো।
8. ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
9. পেট্রোরষায়ন শিল্পকে ‘উদীয়মান শিল্প’ বলা হয় কেন? জনঘনত্ব কিভাবে নির্নয় করা হয়?
10. দক্ষিণ ভারতের নদী গুলি জলবিদ্যুত উৎপাদনে উপযোগী কেনো? কৃষি বনসৃজন কি? এর উদ্দেশ্য আলোচনা করো।
11. ধাপ চাষ ও ফালি চাষের পার্থক্য লেখো। ভৌমজল অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো। ঔ
12. অনুসারী শিল্প কী?’ দুন’ কাকে বলে? পুনঃরপ্তানি বন্দর কাকে বলে?
13. দোয়াব অঞ্চল কোনটি? জায়দি শস্য কি? আম্রবৃষ্টি কি? জনঘনত্ব কাকে বলে?
14. ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। ‘চোস’ কাকে বলে? ‘বাগার’ ও ‘হামাদা’ কি?
পরিবেশ ভূগোল
1. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কী? তরল বর্জ্য কাকে বলে?
2. বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
3. ভাগীরথী – হুগলি নদীর উপর বর্জ্য পদার্থের প্রভাব আলোচনা করো।
4. প্লাস্টিক বর্জ্য দূষণ ও তার প্রতিকার লেখো। ‘Ganga Action Plan’ কী?
5. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কী? কম্পোস্টিং কী?
6. ল্যান্ডফিল ও স্ক্রাবারের মধ্যে পার্থক্য লেখো। e-waste কী?
7. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো।
উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসমূহ মানচিত্র
1. উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।
2. ভূ-বৈচিত্রসমূহ মানচিত্রের গুরুত্ব উল্লেখ করো।
3. উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসমূহ মানচিত্রের পার্থক্য লেখো।
4. কৃত্রিম উপগ্রহ কী? ইঞ্চি শিট কী? মিলিয়ন শিট কাকে বলে?
5. উপগ্রহ চিত্রে রঙের ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
6. ছদ্ম রঙে উপস্থাপনকারী চিত্র কী? ভূসমলয় উপগ্রহ ও সূর্যসমলয় উপগ্রহ কাকে বলে?
7. Remote Sensing কী?

৫ নম্বরের প্রশ্ন
১) নদী, হিমবাহ ও বায়ুর একটি করে ভূমিরূপ (চিত্রসহ)।
২) বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ (চিত্রসহ)।
৩) বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ।
৪) বিশ্ব উষ্ণায়ণ – কারণ, প্রভাব।
৫) পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী।
৬) বর্জ্যপদার্থের প্রকারভেদ।
৭) হিমালয় পর্বতের উৎপত্তির কারণ।
৮) দাক্ষিণ্যাত্যের মালভূমির ভূ-প্রকৃতি।
৯) উত্তর ও দক্ষিণ বাহিনী নদীর পার্থক্য।
১০) ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক।
১১) ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য।
১২) কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য, ব্যবহার।
১৩) পলি মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য, ব্যবহার।
১৪) অরণ্য সংরক্ষণের উপকারিতা।
১৫) মৃত্তিকা ক্ষয়ের কারণ।
১৬) ভারতের জলসেচ ব্যবস্থা (খালসেচ)।
১৭) ধান, গম, চা, ইক্ষু, কার্পাস চাষের অনুকূল ভৌগলিক অবস্থা।
১৮) লৌহ, ইস্পাত (পূর্ব ভারত), মোটর গাড়ি, পেট্রোরসায়ন, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ।
১৯) ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ।
২০) ভারতের জনসংখ্যা ঘনত্বের তারতম্যের কারণ।
২১) শহর-নগর গড়ে ওঠার কারণ।
২২) উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য।

মানচিত্র (ভারত)
পূর্বঘাট পর্বতমালা, K2, দোদাবেতা, লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, মহানদী, নর্মদা, কাঞ্চনজঙ্ঘা, ভেম্বানাদ, বেঙ্গালুরু, কচ্ছের রন, ইন্দিরা পয়েন্ট, ম্যানগ্রোভ অরন্য অঞ্চল, গোদাবরী নদী, দক্ষিণ-পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর, হলদিয়া বন্দর, চা উৎপাদক অঞ্চল, ক্রান্তীয় চিরহরিৎ অরন্য অঞ্চল, 10° চ্যানেল, মান্নার উপসাগর, বিন্ধ্য পর্বত, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, করমন্ডল উপকূল, পশ্চিমঘাট পর্বত, দক্ষিণ ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র নদ, মেঘালয় মালভূমি, সবথেকে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য, পশ্চিম ভারতের বিমান নির্মাণ শিল্পকেন্দ্র, পক্ প্রণালী, ভারতের শুল্কমুক্ত বন্দর, কৃষ্ণমৃত্তিকা অঞ্চল।
Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments