Ad Code

2025 সালের গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টিং




Advertisements

 ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ দেখাও:


ভারতের রাজনৈতিক


• ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র (দিল্লি) পশ্চিম উপকূলের একটি মহানগর (মুম্বই) উত্তর ভারতের বৃহত্তম মহানগর (নয়াদিল্লি) পূর্ব ভারতের বৃহত্তম মহানগর (কলকাতা) ভারতের সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট শহর (মুম্বাই)


• ভারতের সর্বনিম্ন জনসংখ্যাবিশিষ্ট রাজ্য (সিকিম) দক্ষিণ ভারতের বৃহত্তম শহর অথবা ভারতের ডেট্রয়েট (চেন্নাই) আয়তনে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য (রাজস্থান ও গোয়া) ভারতের কম জনঘনত্বপূর্ণ রাজ্য (অরুণাচল প্রদেশ)


• সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও সর্বনিম্ন সাক্ষরতার হারযুক্ত রাজ্য (বিহার) সর্বাধিক সাক্ষরতার হারযুক্ত রাজ্য (কেরল) ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল - (আন্দামান এবং নিকোবর ও লাক্ষাদ্বীপ) চন্ডীগড় আগরতলা • তিরুবনন্তপুরম, কাভারাত্তি (লাক্ষাদ্বীপের রাজধানী) পুদুচেরি, পানাজি অমরাবতী ইটানগর লাদাখ-এর রাজধানী (লে) গোলাপি শহর (জয়পুর)।


ভারতের ভূপ্রকৃতি


• 10° চ্যানেল ভারতের রুঢ় (দুর্গাপুর) ভারতের মূল স্থলভাগের দক্ষিণতম পয়েন্ট (কন্যাকুমারী) ভারতের উত্তরতম বিন্দু (ইন্দিরা কল-জম্মু ও কাশ্মীর), ভারতের দক্ষিণতম বিন্দু (ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট-আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ) • ভারতের পূর্বতম বিন্দু (কিবিযু-অরুণাচল প্রদেশ) ভারতের পশ্চিমতম বিন্দু (গুহার মোতি-গুজরাট) উত্তরের পার্বত্য অঞ্চল বৃহৎ সমভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উপকূলীয় সমভূমি অঞ্চল


কাথিয়াবাড় উপদ্বীপ


সাগরদ্বীপ


নিউমুর বা পূর্বাশা


করমণ্ডল


• কারাকোরাম পার্বত্য অঞ্চল লাদাখ পার্বত্য অঞ্চল


দাক্ষিণাত্য মালভূমি উপকূলভূমি মালাবার উপকূলভূমি কোঙ্কণ উপকূলভূমি পূর্ব ভারতের উচ্চভূমি


অঞ্চল সিন্ধু সমভূমি অঞ্চল উত্তর সরকার উপকূল।


ভারতের পাহাড়পর্বত, নদনদী, বন্দর, হ্রদ


• শিবালিক পর্বত


বিন্ধ্য পর্বত


আরাবল্লি পর্বত


নাঙ্গা পর্বত


পিরপাঞ্জাল পর্বত


• সাতপুরা পর্বত


পশ্চিমঘাট পর্বতমালা


পূর্বঘাট পর্বতমালা


কাডামম পর্বত



বরাইল পর্বত


পাটকই পর্বত


নন্দাদেবী


পর্বতশৃঙ্গ


সান্দাকফু পর্বতশৃঙ্গ


নামচাবারওয়া পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ মহাদেব পাহাড়


গড়জাট পাহাড়


• রামগড় পাহাড় রাজমহল পাহাড় গারো-খাসি-জয়ন্তিয়া পাহাড় দোদাবেতা


পাহাড় কলসুবাই পাহাড় গুরুশিখর পাহাড় ধূপগড় পাহাড় মহেন্দ্রগিরি পাহাড়


• পরেশনাথ পাহাড় সিন্ধু নদ বিপাশা নদী লুনি নদী গঙ্গা নদী যমুনা নদী


• ব্রহ্মপুত্র নদ মহানদী গোদাবরী নদী কৃষ্ণা নদী কাবেরী নদী তাপি/তাপ্তি নদী


• চম্বল নদী বেতোয়া নদী সুবর্ণরেখা নদী ঘর্গরা নদী দামোদর নদ বিশাখাপত্ত


নম বন্দর-(ভারতের গভীরতম বন্দর) ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক


পোতাশ্রয়যুক্ত বন্দর ভারতের সবচেয়ে প্রাচীন বন্দর (কলকাতা বন্দর) ভারতের


বৃহত্তম কন্টেনার বন্দর (জওহরলাল নেহরু বন্দর) ভারতের বৃহত্তম পণ্যবাহী বন্দর বা শুল্কমুক্ত বন্দর (কান্দালা) ভারতের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত সমুদ্রবন্দর (পারাদ্বীপ) চেন্নাই বন্দর ভারতের হাইটেক বন্দর (নভসেবা) পশ্চিম ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর (মুম্বাই) পারাদ্বীপ বন্দর (ওড়িশা) তুতিকোরিন বন্দর (তামিলনাড়ু) কোচি বন্দর (কেরল) ভারতের বৃহত্তম উপহ্রদ (চিল্কা হ্রদ-ওড়িশা) ভারতের বৃহত্তম স্বাদুজলের • ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ (প্যাংগং হ্রদ-লাদাখ) দক্ষিণ ভারতের


হ্রদ (উলার হ্রদ-কাশ্মীর) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ (সম্বর হ্রদ-রাজস্থান)


স্বাদুজলের হ্রদ (কোলেরু হ্রদ-অন্ধ্রপ্রদেশ) লোকটাক হ্রদ বা উত্তর-পূর্ব ভারতের


স্বাদুজলের হ্রদ (মণিপুর)।


ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, খাল ও বহুমুখী পরিকল্পনা


• ভারতে বছরে দু'বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল (কর্ণাটক ও মহারাষ্ট্র মালভূমি) ভারতের একটি অধিক বৃষ্টিপাতযুক্ত


অঞ্চল/ক্রান্তীয় অতিআর্দ্র মৌসুমি জলবায়ু অঞ্চল (পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল) • ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান/উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান (মৌসিনরাম) উত্তর-পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল (শিলং মালভূমি অঞ্চল) পশ্চিম ভারতে বছরে দু'বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল/ভারতের পশ্চিমি ঝঞ্ঝা প্রভাবিত অঞ্চল (সিন্ধু-গাঙ্গেয় সমভূমি) ভারতের একটি শুষ্ক ও শীতল অঞ্চল (লাদাখ) ভারতের একটি শুষ্ক মরু ও মরুপ্রায় জলবায়ু অঞ্চল (থর মরুভূমি) ভারতের শুষ্কতম স্থান (সাম মরুভূমি-রাজস্থান)।


• পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য (সুন্দরবন) ভারতের একটি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল (হিমালয়ের পাদদেশ বরাবর) ভারতের একটি ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য অঞ্চল (পশ্চিমঘাট) ভারতের একটি কাঁটাজাতীয় মরু উদ্ভিদ অঞ্চল (রাজস্থান)।


• একটি মরুমৃত্তিকা অঞ্চল ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল একটি কৃষ্ণমৃত্তিকাযুক্ত অঞ্চল ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র (ভোপাল) পশ্চিম ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল (পশ্চিমঘাট পর্বত) উত্তর-পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল (মেঘালয় মালভূমি) উপকূলীয় পলিমৃত্তিকা অঞ্চল।


• ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা (ভাকরা ও নাঙ্গাল) ইন্দিরা গান্ধি খাল • উচ্চগঙ্গা খাল নাগার্জুন সাগর খাল উত্তর ভারতের বহুমুখী নদী পরিকল্পনা (তেহরি) • দক্ষিণ ভারতের বহুমুখী নদী পরিকল্পনা (পেরিয়ার, নাগার্জুন সাগর) পশ্চিম ভারতের বহুমুখী নদী পরিকল্পনা (কয়না) পূর্ব ভারতের বহুমুখী নদী পরিকল্পনা (দামোদর ভ্যালি কর্পোরেশন, হিরাকুঁদ)।


ভারতের কৃষি ও শিল্প


• উত্তর-পশ্চিম ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল (পাঞ্জাব)


• উত্তর-পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল (ব্রহ্মপুত্র উপত্যকা) পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল (পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা) ভারতের ধান গবেষণা কেন্দ্র (কটক) দক্ষিণ ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল (অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল) দক্ষিণ ভারতের একটি জোয়ার, বাজরা উৎপাদক অঞ্চল (মহারাষ্ট্র ও কর্ণাটক মালভূমি) ভারতের প্রধান বাজরা উৎপাদক অঞ্চল (রাজস্থান ও গুজরাট সমভূমি) ভারতের গম গবেষণা কেন্দ্র (পুসা) ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল (পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ) ভারতের কফি গবেষণাকেন্দ্র (চিকমাগালুর) ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল (কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুর পার্বত্য অঞ্চল) ভারতের মিলেট গবেষণা কেন্দ্র (জোধপুর) ভারতের প্রধান রাগি উৎপাদক অঞ্চল (কর্ণাটক ও তামিলনাড়ু) ভারতের আখ গবেষণা কেন্দ্র (লখনউ) • ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল (উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক) ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র (নাগপুর) ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল (মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা)।ভারতের ম্যাঞ্চেস্টার (আমেদাবাদ)


উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার (কানপুর)


• দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার (কোয়েম্বাটুর) দক্ষিণ ভারতের একটি ইস্পাত শিল্পকেন্দ্র (বিজয়নগর) দক্ষিণ ভারতের সংকর ইস্পাত শিল্পকেন্দ্র (সালেম) ভারতের বৃহত্তম ইস্পাত শিল্পকেন্দ্র (ভিলাই) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত শিল্পকেন্দ্র (দুর্গাপুর) ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত শিল্পকেন্দ্র (জামশেদপুর) পূর্ব ভারতের/পশ্চিমবঙ্গের একটি রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র (চিত্তরঞ্জন) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র (বিশাখাপত্তনম) ভারতের ডেট্রয়েট (চেন্নাই) ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র (গুরগাঁও) পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র (হলদিয়া) একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র (চিত্তরঞ্জন) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র (বেঙ্গালুরু-সিলিকন ভ্যালি) ভারতের বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্র (বেঙ্গালুরু)।


• উত্তর ভারতের একটি তেল-রসায়ন শিল্পকেন্দ্র (পানিপথ) উত্তর ভারতের একটি তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র (দিল্লি) পশ্চিম ভারতের একটি তেল-রসায়ন শিল্পকেন্দ্র (জামনগর) ভারতের বৃহত্তম তেল-রসায়ন শিল্পকেন্দ্র (দহেজ) দক্ষিণ ভারতের একটি তেল-রসায়ন শিল্পকেন্দ্র (তুতিকোরিন) পূর্ব ভারতের একটি তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র (সল্টলেক) পূর্ব ভারতের একটি তেল-রসায়ন শিল্পকেন্দ্র (হলদিয়া, বঙ্গাইগাঁও)।


অতিরিক্ত


• কর্কটক্রান্তিরেখা মান্নার উপসাগর কান্নানোর দ্বীপ একটি বন্যা ও খরাপ্রবণ অঞ্চল


• মালনাদ অঞ্চল কচ্ছ উপসাগর কারাকোরাম পর্বত ভারতের নবীনতম রাজ্য


(তেলেঙ্গানা) ভারতের বৃহত্তম মহানগর (মুম্বাই) কাথিয়াবাড় উপদ্বীপ জাস্কর পর্বত


• কাম্বে উপসাগর মালব মালভূমি বুন্দেলখণ্ড মালভূমি কোকো চ্যানেল


• ভারতের বৃহত্তম বন্দর (মুম্বাই) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ (আনাইমুদি)


• সুবর্ণরেখা নদী।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments