Ad Code

মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর




Advertisements

মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর -

 মৌমাছিদের কাছ থেকে আমরা কী কী পাই?

উত্তর: মধু ও মোম।

2. যেসব মৌমাছিদের পালন করা হয় না, তাদের কী বলে?

উত্তর:  বুনো মৌমাছি।

3. রানি মৌমাছির একমাত্র কাজটি কী?

 উত্তর: ডিম পাড়া।

4. পুরুষ মৌমাছির একমাত্র কাজ কোন্টি?

 উত্তর: রানির সঙ্গে প্রজননে অংশ নেওয়া।

5. মৌচাক কী দিয়ে তৈরি হয়?

উত্তর:  মোমগ্রন্থির ক্ষরণ দিয়ে।

6. শ্রমিক মৌমাছিদের দেহের কোন্ স্থানে মোমগ্রন্থি থাকে?

 উত্তর:  শ্রমিক মৌমাছিদের পেটের থলিতে।

7. মৌচাকের প্রকোষ্ঠগুলির আকৃতি কেমন?

 উত্তর:   ষড়ভুজাকৃতি বা ছ-কোনা।

৪. শ্রমিক মৌমাছিরা কোথা থেকে মকরন্দ সংগ্রহ করে?

উত্তর:   ফুল থেকে।

9. শ্রমিক মৌমাছিরা সংগৃহীত পরাগ কোথায় জমা রাখে?

উত্তর:   নিজদেহের মধুথলিতে।


মকরন্দে থাকা কোন্ খাদ্য উপাদান মধু গঠন করে?

উত্তর: 

শর্করা।


11. মকরন্দের শর্করার সঙ্গে কোন্ রস মিশে মধু তৈরি হয়?

উত্তর: 

 মৌমাছির লালারস।


12. মৌমাছির জীবনচক্রে ক-টি দশা থাকে?

উত্তর: 

 চারটি দশা।


13. বিজ্ঞানসম্মত উপায়ে, কৃত্রিমভাবে মৌমাছি প্রতিপালনকে কী বলে?

উত্তর: 

এপিকালচার বা মৌচাষ।


14. মৌমাছিদের থাকার জায়গার নাম কী?

উত্তর: 

 এপিয়ারি বা মধুমক্ষীশালা।


15. প্রাকৃতিক উপায়ে তৈরি মৌচাক থেকে মৌমাছি অপসারণের একটি সহজ কৌশলের নাম লেখো।

উত্তর: 

আগুন থেকে তৈরি ধোঁয়া দিয়ে।


16. মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষীশালার কাছাকাছি কী থাকা অবশ্যই দরকার?

উত্তর: 

ফুল-সহ গাছ।

উত্তর: 

17. কার সাহায্যে বিশুদ্ধ মধু সংগ্রহ করা যায়?

উত্তর: 

মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে।

উত্তর: 

18. মধুতে উপস্থিত খনিজগুলির নাম লেখো।

উত্তর: 

ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, সোডিয়াম ও ফসফরাস।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments