পশ্চিমবঙ্গের সক্রিয় ব-দ্বীপ অঞ্চলের নদ-নদীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।
Ans:
উত্তর: উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবন অঞ্চলটি পুরোপুরি ভাবে সক্রিয় ব-দ্বীপ অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই এখানে ব-দ্বীপ গঠনের কাজ এখনও চলেছে। সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে অসংখ্য নদনদী খাড়ি সৃষ্টি করে সমুদ্রে মিশেছে। এই নদীগর্ভ ছাড়া সুন্দরবনের সমস্ত অংশই সমতল। সমুদ্রতল থেকে এর গড় উচ্চতা মাত্র ৩-৪ মিটার। তাই এর অনেকটাই সমুদ্রের জোয়ারের জলে ঢেকে যায়। সমুদ্রজলে ভেসে আসা কাদা ও বালুকণা জমে যাওয়ায় জায়গায় জায়গায় নদীখাত মজে গেছে। এইসব নদীর নোনা জল থেকে চাষের জমিকে রক্ষা করার অন্য জমির চারিদিকে ঘের-বাঁধ দিতে হয়। এই অঞ্চলের উপর দিয়ে বিদ্যাধরী, পিয়ালী, মাতলা, রায়মঙ্গল, কালিন্দী প্রভৃতি নদী বয়ে গছে। এই নদীগুলোর সঙ্গে উত্তর থেকে বয়ে আসা নদীর কোন যোগাযোগ নেই বললেই চলে। ফলে নদীগুলো জোয়ারের জল পেয়ে জীবন্ত হয়ে ওঠে এবং ভাঁটার টানে শুকিয়ে যায়। সমুদ্রের পলি ও বালি জমে গিয়ে নদীগুলো অনেকটা ভরাট হয়ে গেছে, তাই এই নদীগুলির মধ্য দিয়ে নৌকা চলাচলের অসুবিধা
হয়।

0 Comments