Advertisements
ভারতের বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম লেখ।
উত্তর: ভূ-প্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকার বিভেদ অনুসারে চম্পিয়ান ও পুরী ভারতের বনভূমিকে ৫টি প্রধান ও ১৬টি অপ্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন। কিন্তু সাধারণভাবে ভারতের বনভূমিকে নিম্নলিখিত
ছটি ভাগে বিভক্ত করা যায়, যথা:
(১) হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমি
(২) চিরহরিৎ বৃক্ষের বনভূমি
(৩) পর্ণমোচী বৃক্ষের বনভূমি
(৪) গুল্ম ও তৃণ অঞ্চল
(৫) মরু উদ্ভিদ
(৬) ম্যানগ্রোভ বনভূমি।

0 Comments