Advertisements
জীবনকুশলতা কী ? জীবনকুশলতা শিক্ষা কী ?
>> জীবনকুশলতা : জীবনকুশলতা হল এক বিশেষ আচরণ, যা প্রতিটি মানুষকে তার নানান চাহিদা ও তার সমস্যার মোকাবিলা করার জন্য সাহস ও শক্তি জোগানের শিক্ষা দেয়।
→ জীবনকুশলতা শিক্ষা : জীবনে নানা সমস্যার সমাধান করতে, নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে, পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিতে, সামাজিক সুসম্পর্ক গড়ে তুলতে আর আবেগ নিয়ন্ত্রণ করে। দায়িত্বশীল ও সমাজমনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা যে-শিক্ষা গ্রহণ করি, তাকেই জীবনকুশলতা শিক্ষা বলে।

0 Comments