Advertisements
রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত?
Ans:
সাধারণত কি কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে? 100 c.c. রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80-120 mg. । ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়।
0 Comments