Advertisements
'লাইন অব কন্ট্রোল' (LOC) কী?
Ans:
১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীন ভারত ও পাকিস্তানের আত্মপ্রকাশের পর কাশ্মীরের ওপর নিজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে জাতিপুঞ্জ ১৯৪৮ খ্রিস্টাব্দে (৩১ ডিসেম্বর) কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে। জাতিপুঞ্জ নির্ধারিত যুদ্ধবিরতি সীমারেখা ‘নিয়ন্ত্রণ রেখা’ বা ‘Line of Control' (LOC) নামে পরিচিত।
0 Comments