Advertisements
“সরকারি ভাষা কমিশন'-এর প্রতিবেদনে (১৯৫৬ খ্রি.) কী বলা হয়?
Ans:
‘সরকারি ভাষা কমিশন'-এর প্রতিবেদনে বলা হয় যে— [1] দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি হবে ভারতের সরকারি ভাষা। [2] ১৯৬৫ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি পর্যন্ত সরকারি কাজে ইংরেজি ভাষার ব্যবহার চলবে। [3] হিন্দি হবে ভারতের একমাত্র সরকারি ভাষা। [4] রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের সরকারি ভাষা ঠিক করবে।
0 Comments