Advertisements
ভারতের স্বাধীনতা আইন' কবে পাস হয়? এই আইনের দুটি ধারা উল্লেখ করো |
Ans:
১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন' পাস হয় এবং ১৮ জুলাই আইনটি রাজকীয় সম্মতি লাভ করে।
→ এই আইনের দ্বারা — [1] ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ভারত দ্বিখণ্ডিত হয়ে ‘ভারত’ ও ‘পাকিস্তান' নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। [2] ভারতীয় ভূখণ্ডে অবস্থিত দেশীয় রাজ্যগুলি নিজেদের ইচ্ছানুসারে ভারত বা পাকিস্তানে যোগদানের অথবা নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার অধিকার পায়।
0 Comments