Advertisements
‘সরকারি ভাষা আইন'-এর দুটি উল্লেখযোগ্য ধারা উল্লেখ করো।
Ans:
‘সরকারি ভাষা আইন'-এর দুটি উল্লেখযোগ্য ধারা ছিল— [1] ১৯৬৫ খ্রিস্টাব্দের পরও সরকারি কাজকর্মে হিন্দির সঙ্গে ইংরেজি ভাষার ব্যবহার চালু থাকবে। [2] রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের জন্য সরকারি ভাষা নির্দিষ্ট করার অধিকার পাবে।
0 Comments