Advertisements
মানুষের দেহে বৃক্ক কোথায় থাকে ?
উত্তর: মানুষের বৃক্ক দুটি মানবদেহের উদরগহ্বরের কটি অঞ্চলে মেরুদণ্ডের উভয় পাশে ও পেরিটোনিয়ামের নীচে পৃষ্ঠপ্রাচীরসংলগ্ন অবস্থায় থাকে। বৃক্ক দুটি দ্বিতীয় লাম্বার কশেরুকা থেকে চতুর্থ লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে।

0 Comments