Advertisements
আগাছাগুলি কী ভাবে শনাক্ত করব?
উত্তর: ঘাস জাতীয় আগাছার কাণ্ড গোল হয়, কিন্তু মুথা জাতীয় আগাছার কাণ্ড তেকোণা হয়। এ ছাড়া ঘাস জাতীয় আগাছার কাণ্ডের ভিতরের অংশ ফাঁপা থাকে, কিন্তু মুথা জাতীয় আগাছার কাণ্ড পুরু থাকে। এতে কোনও পর্ব বা পর্বমধ্য থাকে না। যে সমস্ত আগাছার পাতা ঘাস বা মুথার মতো হয় না কিন্তু চওড়া হয় সেগুলিকে চওড়া পাতাযুক্ত আগাছা বলে থাকি।

0 Comments