Advertisements
যান্ত্রিক উপায়ে কী ভাবে আগাছা নিয়ন্ত্রণ করা যায়?
উত্তর: আগাছার শত্রু রোগ-পোকা দিয়ে আগাছা দমন করতে পারি। কিছু কিছু বন্ধু পোকা আগাছার পাতাগুলি খেয়ে নিয়ে আগাছা নিয়ন্ত্রণে সহায়তা করে। এর পাশাপাশি কিছু ছত্রাক জীবাণু আগাছাগুলির উপরে আক্রমণ করে এবং ফসলকে সেই সব আগাছার হাত থেকে রক্ষা করে।

0 Comments