Advertisements
সাধারণ ভাবে পতিত জমিতে যে সকল গাছ জন্মায় তাদের আমরা আগাছা বলি। কিন্তু বিশদ ভাবে বলতে গেলে ফসলের জমিতে কতগুলি অবাঞ্ছিত গাছ যেগুলি উপকার অপেক্ষা ক্ষতি বেশি করে তাদের আগাছা বলা হয়। ফসল খেতে কাঙ্ক্ষিত গাছ ছাড়া অন্য যে কোনও গাছ জন্মালে তাদের আগাছা বলা হয় । যেমন—গমের জমিতে যদি সর্ষে গাছ জন্মায় তবে সর্ষে গাছটিও এক ধরনের আগাছা।

0 Comments