Advertisements
দাঁতের প্রধান সমস্যাগুলি কী?
Ans:
■ দাঁতের প্রধান সমস্যা হল দাঁতের ক্ষয়রোগ (কেরিস) ও মাড়ির অসুখ (জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস)। দাঁতের ক্ষয় মূলত মিষ্টি খাবার বেশি সময় দাঁতে জমে থাকার ফলে হয়। খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণে অ্যাসিড তৈরি হয় ও দাঁতের উপরের অ্যানামেল অংশ শুরু করে। পরে সেটি ক্যাভিটি-তে পরিণত হয়।

0 Comments