Advertisements
মূল জমিতে রোপণ পদ্ধতি:
Ans:
৬ ফুট দূরত্বে গর্ত করতে হবে। গর্তের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা হতে হবে দেড় ফুট। প্রতি গর্তে ১০-১৫ কেজি পচা গোবর সার, ৫০০ গ্রাম নিমখোল ও ১০ গ্রাম কার্বোফিউরান ৩ জি দানা মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। ১০-১২ ইঞ্চির চারা পলিথিন প্যাকেট থেকে সাবধানে বের করে গর্তের মাঝখানে বসাতে হবে। সার মিশ্রিত মাটি দিয়ে গর্ত ভরাট করতে হবে। চারা বসানোর পর ঝারি দিয়ে জলসেচ দেওয়া প্রয়োজন। সারি থেকে সারির দূরত্ব ৬ ফুট।

0 Comments