Advertisements
পরিচর্যা কী ভাবে করব?
Ans:
. বর্ষার আগে জল নিকাশির সুবিধার জন্য গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিতে হবে। জমি আগাছামুক্ত রাখতে হবে। গাছের গোড়া থেকে যে সমস্ত তেউড় বের হবে তা নিয়মিত কেটে তুলে ফেলতে হবে। কাঁদি আসার পর একটি সুস্থ সবল তেউড় রেখে দিতে হবে। বাঁশের খুঁটি দিয়ে ঠেকা দিলে কাঁদি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। শীতকালে ১০-১৫ দিন ব্যবধানে এবং গ্রীষ্মকালে ৭-১০ দিন অন্তর জলসেচ দিতে হবে। ড্রিপ পদ্ধতিতে সেচ দিলে ৪০-৫০ শতাংশ জলের খরচ বাঁচানে যায় ও গাছের ফলন ১৫-২০ শতাংশ বাড়ে।

0 Comments