রোগপোকা দমনের উপায়?
Ans:
• কন্দ ছিদ্রকারী পোকা কন্দে সুড়ঙ্গ তৈরি করে, যা পরে ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। প্রতিকার হিসাবে চারা বসানোর আগে ১০ গ্রাম কার্বোফিউরন ৩ জি এবং ৫০০ গ্রাম নিমখোল প্রয়োগ করতে হবে। পাতা চাঁছা পোকা বা দেদো পোকা কচিপাতা ও খোসা আঁচড় দিয়ে খায়, ফলের ত্বকে কালো দাগ দেখা যায়। প্রতিকার হিসাবে ক্লোরোপাইরিফস ২০ শতাংশ ইসি ২ মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্টিকারসহ স্প্রে করতে হবে। পাতায় দাগ ধরা বা সিগাটোকা রোগটি বায়ুবাহিত একটি ছত্রাকঘটিত রোগ। পুরনো পাতায় বাদামি রঙের দাগ দেখা যায়, যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং পাতা শুকিয়ে যায়। প্রতিকার হিসাবে পাতার দুই পাশে প্রপিকোনাজল ২৫ শতাংশ ইসি ২ মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। পানামা রোগ বা পানামা উইন্ট মাটিবাহিত ছত্রাকঘটিত রোগ। এই রোগের আক্রমণ ঘটলে পাতা প্রথমে হলুদ বর্ণ ধারণ করে যা ধীরে ধীরে বাদামি রঙে পরিণত হয়, এবং মাথা ভেঙে ঝুলে থাকে। প্রতিকার হিসাবে ম্যানকোজেব+কার্বেন্ডাজিম ২ গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। গুচ্ছ মাথা রোগ হলে গাছ বেঁটে হয় ও পাতা ছোটো হয়। মনে হয় কলাগাছের অনেকগুলি মাথা একসঙ্গে গুচ্ছ হয়ে আছে। প্রতিকার হিসাবে আক্রান্ত গাছ দেখা মাত্রই কন্দ সমেত তিলে নষ্ট করে ফেলতে হবে। আক্রান্ত গাছ তোলার পর গর্তে ৫০ মিলিলিটার কেরোসিন তেল ঢেলে দিতে হবে।

0 Comments