Advertisements
ধান চাষে কী কী ভাবে এই সংরক্ষণ কৃষি প্রয়োগ করতে পারি?
Ans:
ড্রামসিডার যন্ত্রে কাদা করা জমিতে অঙ্কুরিত ধান বীজ সরাসরি মূল জমিতে বুনতে পারি। বীজতলা তৈরি, চারা তোলা, ধান রোয়ার মতো শ্রমশক্তির সাশ্রয় হবে। ‘শ্রী’ (এসআরআই) পদ্ধতিতে ধান চাষ করে জল সম্পদের কম ব্যবহার করে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশ-বান্ধব পদ্ধতিতে প্রথাগত পদ্ধতির চেয়ে দ্বিগুণ ধানের ফলন পাওয়া সম্ভব। বর্তমানে ধানের চারা রোপণ করা যন্ত্রের মাধ্যমে ধান চাষ করে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে ধানের ফলন বাড়াতে পারি ও চাষের খরচ কমাতে পারি।
0 Comments