Advertisements
মোনেরা রাজ্যভুক্ত জীবদের 'প্রোক্যারিয়োটিক জীবদের রাজ্য' বলা কতখানি যুক্তিযুক্ত তা ব্যাখ্যা করো।
উত্তর: মোনেরা রাজ্যভুক্ত জীবদের ‘প্রোক্যারিয়োটিক জীবদের রাজ্য' বলা হয়, কারণ—
i) এদের দেহে (কোশে) নিউক্লীয় বস্তু থাকে, কিন্তু নিউক্লীয় পর্দা ও নিউক্লিয়োলাস থাকে না। এদের ক্রোমাটিন বডি প্রোটিন বিহীন, একটিমাত্র চক্রাকার দ্বিতন্ত্রী নগ্ন DNA দ্বারা গঠিত যা নিউক্লিয়োয়েড বা জেনোফোর নামে পরিচিত। @ এদের কোশের কোশপ্রাচীর সাধারণত পেপটাইডো গ্লাইক্যান দ্বারা গঠিত।
0 Comments