Advertisements
মেলানেশিয়া কাকে বলে?
মেলানেশিয়ার অর্থ হল মেলা = কালো এবং নেশিয়া। দেশ অর্থাৎ 'কালো দেশ'। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে পশ্চিমে পাপুয়া নিউগিনি থেকে পূর্বে ফিজি দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত দ্বীপমালা মেলানেশিয়া নামে পরিচিত। মূলত এই অঞ্চলের অধিবাসীদের গায়ের রং কালো বলে এরকম নামকরণ করা হয়েছে।

0 Comments