Advertisements
অধিকতর উচ্চতায় শ্বাস-প্রশ্বাস দ্রুত হয় কেন এবং লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি পায় কেন?
Ans:
অধিক উচ্চতায় অক্সিজেনের অভাব ঘটবে, ফলে রক্তে অক্সিজেনের চাপ হ্রাস পায়, যা কেমোরিসেপ্টরের মাধ্যমে শ্বাসকেন্দ্রকে উদ্দীপিত করে, তাই শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়। অপরপক্ষে, অক্সিজেনের অভাব ঘটায় লাল অস্থিমজ্জাকে উদ্দীপিত ক'রে রক্তে লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি ঘটায়।

0 Comments