Advertisements
স্বাভাবিক শ্বাসগতি ও হৃদ্গতি কত? কখন তা বৃদ্ধি পায়?
Ans:
→ প্রাপ্তবয়স্ক সুস্থ লোকের স্বাভাবিক শ্বাসগতি মিনিটে 12-20 বার (গড় 18) এবং হৃদ্গতি মিনিটে 70-90 বার (গড় 72)। শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অপেক্ষা বেশী। বয়স বৃদ্ধির সঙ্গে তা হ্রাস পায়। কায়িক শ্রম, দৌড়ানোর সময়, মানসিক আবেগ, উত্তেজনা, ভয় এবং রোগজনক অবস্থায় এই গতি বৃদ্ধি পায়।

0 Comments