Advertisements
ক্লোরাইড শিফট কাকে বলে?
বিজ্ঞানী হ্যাম্বারগার-এর পর্যবেক্ষণ থেকে জানা গেছে যে CO, যখন কলাকোষ থেকে রক্তে প্রবেশ করে তখন প্লাজমার ক্লোরাইড আয়ন (CIT) প্লাজমা থেকে লোহিত কণিকায় প্রবেশ করে, আবার CO, যখন রক্ত থেকে ফুসফুসে প্রবেশ করে তখন (CI) আয়ন পুনরায় লোহিতকণিকা থেকে প্লাজমায় ফিরে আসে। এইভাবে প্লাজমা থেকে লোহিতকণিকা এবং লোহিতকণিকা থেকে প্লাজমাতে Cl- আয়নের বদলকে বা শিফ্টকে ক্লোরাইড শিফ্ট বলে।

0 Comments