Ad Code

আদি বৈদিক যুগের কারিগরি শিল্প সম্পর্কে কী জানা যায় ?




Advertisements

আদি বৈদিক যুগের কারিগরি শিল্প সম্পর্কে কী জানা যায় ?

উত্তর: আদি বৈদিক যুগের কারিগরি শিল্প সম্পর্কে জানা যায় ঋকবেদ থেকে।

* কাঠের শিল্প : এ যুগে কাঠের আসবাবপত্র, লাঙল, বাড়িঘর ওরথ তৈরি হত।

↑ বস্ত্রশিল্প : এ যুগে সুতোর কাপড় তৈরি হত। টানা ও পোড়েন দু-ধরনের সুতো কাপড় বোনার কাজে ব্যবহার করা হত। ভেড়ার লোম দিয়েও পোশাক তৈরি করা হত।

* ধাতুশিল্প : এ যুগে তামা দিয়ে চাষের জন্য লাঙলের ফলা, কাস্তে, কুড়ুল-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সোনা দিয়ে গয়না–হার, দুল, বালা, নূপুর তৈরি করা হত।


* চর্মশিল্প : এ যুগে চামড়া দিয়ে থলি, ঘোড়ার লাগাম প্রভৃতি


তৈরি করা হত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments