Advertisements
অন্তঃবক্ষগহ্বরীয় ও অন্তঃফুসফুসীয় চাপ কি? →
Ans:
দু'টি প্লুরার (ভিসেরাল ও প্যারাইটাল) অন্তর্বর্তী চাপকে অন্তঃবগহ্বরীয় চাপ (interthoracic pressure) এবং ফুসফুসের বায়ুথলির চাপকে অন্তঃফুসফুসীয় চাপ (interpulmonary pressure) বলে। এই বায়ুথলির বায়ু বায়ুনালী (ল্যারিংক্স ও ট্র্যাকিয়া) দিয়ে নির্গত হওয়ার সময় নিষ্ক্রিয় বায়ুর সাথে মিশে নিঃশ্বাসবায়ুতে পরিণত হয়। এই সময় নিষ্ক্রিয় বায়ুর সঙ্গে অক্সিজেন মিশে যাওয়ায় বায়ুথলির বায়ু অপেক্ষা নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশী হয়।

0 Comments