Advertisements
বৈদিক যুগে কর দেওয়া-নেওয়া সম্বন্ধে কী জানো?
উত্তর: বৈদিক যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় রাজাকে এক ধরনের কর দিত। একে বলা হত ‘বলি'। ঋকবৈদিক যুগে এই কর স্বেচ্ছামূলক হলেও পরবর্তী বৈদিক যুগে এই কর ছিল বাধ্যতামূলক। রাজা জোর করে এই কর আদায় করত। এ ছাড়া বৈদিক যুগে যারা যুদ্ধে
হেরে যেত তাদের থেকেও জোর করে বিজয়ী রাজা কর আদায় করত।

0 Comments