Advertisements
নতুন পাথরের যুগে মানুষ কীভাবে কৃষিকাজ শিখেছিল?
উত্তর আদিম মানুষ নতুন পাথরের যুগেই প্রথম কৃষিকাজ শিখেছিল। এ যুগে মেয়েরা ফলমূল জোগাড় করার কাজ করত। তারা ফলমূল জোগাড় করতে করতেই বুঝতে পারল কীভাবে বীজ থেকে চারাগাছ আর চারাগাছ থেকে বড়ো গাছ হয়। এসব দেখেই তারা বীজ পুঁতে
চাষ করতে শিখল।

0 Comments