Advertisements
চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) : পূর্ণিমাতে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় আসে এবং পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে অবস্থান করে সেই অবস্থায় সূর্যের আলো পৃথিবীতে পড়ে। পৃথিবীর পিছনে চাঁদের অবস্থান হওয়ায় পৃথিবীর ছায়া চাঁদের উপর এসে পড়ে। চাঁদের নিজের আলো না থাকায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ে যায় ও পৃথিবী থেকে চাঁদ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) নামে পরিচিত।

0 Comments