Advertisements
সত্যাগ্রহ কী?
উত্তর ‘দৃঢ়ভাবে সত্যকে অনুসরণ' বা সত্যের প্রতি চরম আনুগত্য প্রদর্শনকে সত্যাগ্রহ বলে। গান্ধিজির মতে, সত্যাগ্রহ হল এমন এক আদর্শ যেখানে প্রেম ও ভালোবাসার সাহায্যে প্রতিপক্ষের হৃদয় পরিবর্তন করা যায়। নির্মলকুমার বসু অহিংস উপায়ে যুদ্ধ করার পথকে সত্যাগ্রহ বলেছেন। ড. বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, অশুভের বিরুদ্ধে সংগ্রামের একটি পদ্ধতি এবং বিরোধ নিষ্পত্তির একটি উপায় হল সত্যাগ্রহ।

0 Comments