Advertisements
ফ্যাসিবাদের উৎপত্তির কারণগুলি কী?
(উত্তর অধ্যাপক জি. ডি. এইচ. কোল ফ্যাসিবাদের উৎপত্তির কয়েকটি কারণ উল্লেখ করেছেন। যেমন— ● পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা সম্পর্কে জনগণের অনাস্থা, 2 প্রচলিত ক্ষয়িষ্ণু মূল্যবোধের পরিবর্তে নতুন মূল্যবোধের প্রতি আকাঙ্ক্ষা, ও সাম্যবাদী আদর্শের প্রতি জনগণের ঘৃণা ও ভীতি, 4 রাজনৈতিক দলগুলির কাজকর্মের প্রতি তরুণদের গভীর অবিশ্বাস এবং © বিশৃঙ্খল রাজনৈতিক বাতাবরণ।

0 Comments