Advertisements
গান্ধিজির মতাদর্শের দুটি সমালোচনা লেখো।
উত্তর: গান্ধিজির মতাদর্শের দুটি সমালোচনা হল— মার্কসবাদীদের মতে, গান্ধিজির রাষ্ট্রতত্ত্ব নিছকই গতানুগতিক, কারণ রাষ্ট্রকে শ্রেণিশোষণের যন্ত্র হিসেবে দেখাতে তিনি ব্যর্থ হয়েছেন। গান্ধিজি নৈতিকতার ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে তাঁর সর্বোদয় তত্ত্বটি অবাস্তব এবং ভিত্তিহীন বলে সমালোচিত।

0 Comments