Advertisements
'সর্বহারার একনায়কত্ব' বলতে কী বোঝ?
উত্তর বুর্জোয়া রাষ্ট্রব্যবস্থায় শোষণ যত বাড়বে তত বিবদমান দুই শ্রেণি, অর্থাৎ বুর্জোয়া শ্রেণি এবং প্রলেতারীয় শ্রেণির মধ্যে শ্রেণিসংগ্রাম চরম আকার ধারণ করবে। এই অবস্থায় সর্বহারা শ্রেণি শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিপ্লবের মাধ্যমে সর্বপ্রথম রাষ্ট্রযন্ত্রকে দখল করার চেষ্টা করবে। অবশেষে সর্বহারা শ্রেণি বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করবে। একেই মার্কসবাদে 'সর্বহারা শ্রেণির একনায়কত্ব’ বলা হয়েছে।

0 Comments