Advertisements
সূর্যকে গ্রীষ্মকালে একটু ছোটো দেখায় কেন ?
উত্তর: উত্তর গোলার্ধে (একটি গোলার্ধের সাপেক্ষে) জুলাই মাস নাগাদ গ্রীষ্মঋতু । সেইসময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক 15 কোটি 20 লক্ষ কিমির মতো হয় (4 জুলাই অপসূর অবস্থানে)। দূরত্ব বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর পরিক্রমণ বেগ হ্রাস পায়, তাই সূর্যকে ছোটো দেখায়।

0 Comments