Advertisements
সূর্যের আপাত দৈনিক গতি বলতে কী বোঝো?
উত্তর: আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব আকাশে উদয় হতে, পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি। ফলে আমাদের ভ্রান্ত ধারণা হয় যে, পৃথিবী স্থির আর সূর্যই পৃথিবীকে প্রদক্ষিণ করে। আসলে পৃথিবীই তার অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করছে বলে এমনটা মনে হয়। আপাতদৃষ্টিতে সূর্যের প্রতিদিনের এই চলাচকেই সূর্যের আপাত দৈনিক গতি বলে।

0 Comments