Advertisements
পঞ্চশীল নীতিগুলি উল্লেখ করো।
উত্তর: পঞ্চশীল নীতিগুলি হল— শান্তিপূর্ণ সহাবস্থান, ® ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, 3 অনাক্রমণ, 4 অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ) সমতা ও পারস্পরিক সহযোগিতা।

0 Comments