Advertisements
পোর্টাল তন্ত্র কি?
Ans:
যে শিরা দেহস্থ জালক থেকে উৎপন্ন হয়ে অন্য কোন অঙ্গে জালক গঠন করে তাকে পোর্টাল শিরা বলে। এই প্রকার শিরার মাধ্যমে দুষিত রক্ত দেহের নিম্নভাগ থেকে সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে যকৃৎ বা বৃত্তে প্রবেশ করে। পোর্টাল শিরা যে তন্ত্র গঠন করে তাকে পোর্টাল তন্ত্র বলে।
0 Comments