Advertisements
কোন গুরুত্বপূর্ণ বিষয়ে হরমোনের সঙ্গে উৎসেচকের প্রভেদ লক্ষ্য করা যায় এবং কোন্
বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে উহারা সমধর্মী?
→ প্রভেদঃ কোন বিপাকীয় ক্রিয়ায় হরমোনের ক্রিয়া পরোক্ষ, কিন্তু উৎসেচকের ক্রিয়া প্রত্যক্ষ। এছাড়া হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, কিন্তু উৎসেচক ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে।
সাদৃশ্য : উভয় ক্ষেত্রেই বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য খুব স্বল্প পরিমাণ প্রয়োজন হয়। এবং উভয় ক্ষেত্রেই জড়িত বিক্রিয়া নির্দিষ্ট।
0 Comments