Advertisements
সূর্যের আলোয় গাছের পাতাকে সবুজ দেখায় কেন ?
Ans:
→ গাছের পাতাকে সূর্যালোকে সবুজ দেখায়, তার কারণ ওই পাতার ওপর সূর্যের সাদা আলো যাতে সাতটি (বেনীআসহকলা) রংই আছে, যদি পড়ে, পাতাটি শুধু সবুজ বর্ণের আলো প্রতিফলিত করে এবং বাকি সব আলো শোষণ করে নেয়। ফলে আমাদের চোখে প্রতিফলিত সবুজ বর্ণটি আসে এবং আমরা পাতাকে সবুজ দেখি।

0 Comments