Advertisements
পিট্যুইটারি বামন (ডোয়াফিজম্) এবং থাইরয়েড বামন (ক্রেটিনিজম)-এর মধ্যে প্রভেদ কি?
Ans:
শৈশবে পিটাইটারির নিঃসৃত STH-এর স্মরণে যে বামনত্ব হয় তাকে ডোয়াজিন (dwarfism) বা পিটাইটারি বামন বলে। এক্ষেত্রে শিশুর দৈহিক বৃদ্ধি হ্রাস পায় কিন্তু মানসিক সংগঠন ও যৌনাঙ্গের বৃদ্ধি স্বাভাবিক থাকে। অপরপক্ষে, শিশুদের থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে যে বামনত্ব হয় তাকে ক্রেটিনিজম্ বা থাইরয়েড বামন বলে। এক্ষেত্রে দৈহিক বৃদ্ধি হ্রাস পায় এবং জনন অঙ্গেরও বৃদ্ধি হয় না, অর্থাৎ জনন অঙ্গ অপুষ্ট বা অপরিণত থেকে যায়। শিশুর মানসিক বিকাশ ঘটে না, শিশু জড়বুদ্ধি সম্পন্ন হয়।
0 Comments